প্রতিনিধি করিমগঞ্জ : কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু’র বিরুদ্ধে ঝাড়ু-জুতা মিছিল করেছে করিমগঞ্জ উপজেলা বিএনপি। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে করিমগঞ্জ বাজারে থেকে ঝাড়ু-জুতা মিছিল বের করে বিক্ষুদ্ধ করিমগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বিভিন্ন সড়ক ঘুরে করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে সড়কে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে মুজিবুল হক চুন্নু’র কুশপুতুল দাহ করা হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুজিবুল হক চুন্নুকে শেখ হাসিনার দালাল ঘোষণা করে বিচার দাবি করে। পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার প্রমুখ।