স্টাফ রিপোর্টার : বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি থেকে বহিষ্কৃত কোন নেতার স্থান বিএনপিতে আর কোনদিন হবে না। তারা কোনদিন তার ধারে কাছেও আসতে পারবেনা। গতকাল দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি’র নেতাকর্মীদের সাথে স্বৈরাচার হাসিনার পতন ও গণতন্ত্রের অভিযাত্রায় উদ্ভ‚ত পরিস্থিতিতে করণীয় সর্ম্পকে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা এখনও প‚র্ণাঙ্গ বিজয় পায়নি। প্রাথমিক বিজয় পেয়েছি। আমরা এখন এমন কোন কাজ করবো না যার কারণে আমাদের বিজয় নষ্ট হয়ে যায়। দলের বদনাম হয়। গত ১৭বছর আওয়ামী লীগ যে নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজি, দুঃশাসন চালিয়েছে তা যদি আবারও পুনরাভিত্তি হয় তাহলে আমাদের এই আন্দোলন বৃথা যাবে।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি’র নেতাকর্মীরা দোকানে বাকি খাওয়া, চাঁদাবাজি করা এইগুলো পছন্দ করে না। বিএনপি’র যারা রাজনীতি করে নিজের খেয়ে রাজনীতি করে। বিএনপি দখলবাজির রাজনীতি করে না। আজকে আওয়ামী লীগ সেই রাজনীতি করেছে। বিএনপি’র নাম ভাঙ্গিয়ে যারা এই গুলো করে তাদের প্রতিহত করুন। এদেরকে ধরে চিহ্নিত করুন। তাদের স্থান বিএনপিতে হবে না। আইনের হাতে তুলে দিবেন।
আওয়ামী লীগ এখনো দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। সেইদিকে লক্ষ্য রাখুন। বিএনপিকে প্রশ্নবৃদ্ধ করার জন্য অনেকেই অনুপ্রবেশ করছে। অনুপ্রবেশকারী ও আমদানীকারীদের স্থান হবে না। তাই সকলকে সর্তক থাকতে হবে। গত দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিল নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে দিয়েই বিএনপি চলবে। আমদানি করতে হবে না।
এসময় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুমন, জেলা ছাত্র দলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।