স্টাফ রিপোর্টার : সেনাবাহিনীর অভিযানে ২৫ মেট্রিক টন সরকারী চাল আটক করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল শহরের পুরান থানার চাল ব্যবসায়ী সুলতান মিয়ার চর শোলাকিয়া গাছ বাজার সংলগ্ন গোডাউন থেকে ৫০ কেজি বস্তা ভর্তি ৫০৯ বস্তা চাল আটক করে। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল মিয়ার নির্দেশে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা রুবাইদুর রানা (চলতি দায়িত্বে) ঘটনাস্থলে গিয়ে চালের সঠিক পরিমান নির্ণয় করে সেনাবাহিনীর সামনে চাল গুলো জব্দ করেন।
এদিকে খাদ্য কর্মকর্তা জানান, জব্দ করা চাল সরকারী খাদ্য গুদামের টিআর, কাবিখা, ওএমএস এবং টিসিবির চাল। কিশোরগঞ্জ সেনাবাহিনীর একটি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগের দিন শনিবার রাত সাড়ে ৯টায় সরকারী এসব অবৈধ চাল রাতে ট্রাক দিয়ে গোড়াউন থেকে নিয়ে যাওয়ার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সমূদয় চাল আটক করেন। এরপর রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ও খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে গোডাউন তালাবদ্ধ করে চাল জব্দ করা হয়। খবর পেয়ে গোডাউনের মালিক গাঁ ডাকা দেয় এবং ট্রাকটিও দ্রæত শঠকে পড়ে। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।