স্টাফ রিপোর্টার : করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের টানপাড়া গ্রামের প্রাক্তন সেনাবাহিনীর সার্জেন্ট হাজী আবুল কাসেমের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়ি ভাংচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকী প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিচার প্রার্থনা করেছেন। এ ব্যাপারে ভুক্তভোগী আবুল কাসেম বাদী হয়ে আদালতে একটি পিটিশন মামলা করলে উক্ত মামলাটি কিশোরগঞ্জ পিবিআইকে তদন্তের নির্দেশ দেন সংশ্লিষ্ট আদালতের বিচারক।
মামলা ও সাংবাদিক সম্মেলন সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া টানপাড়া গামের মরহুম আ: আজিজের পুত্র অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট হাজী মো: আবুল কাসেম। একই এলাকার পড়শী বিগত ২০২২ সালের ৪ অক্টোবর সকালে সন্ত্রাসী মো: আ. ছালামের নির্দেশ ও নেতৃত্বে তার পুত্র নাজমুল হক ২০/২৫ জন সঙ্গবদ্ধ সন্ত্রাসীদের নিয়ে হাজী আবুল কাসেমের বাড়িতে ঢুকে ঘরে ভাংচুর, লুটপাট চালিয়ে মেরে ফেলার হুমকী প্রদান করে ৬/৭টি টমটম করে লুট করা মালামাল নিয়ে যায়।
এসময় সন্ত্রাসীরা আবুল কাসেমের দখলীয় জায়গা থেকে ছোট বড় গাছ-গাছালি কেটে নিয়ে যায় বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী আবুল কাসেম বাদী হয়ে ২৮৫/২০২২ একটি পিটিশন মামলা দায়ের করলে মামলাটি অধিক তদন্তের জন্যে কিশোরগঞ্জ পিবিআইকে তদন্ত সাপেক্ষে রিপোর্ট পেশের নির্দেশ দেন। বর্তমানে হাজী আবুল কাসেম ও তার ভাই পুলিশের উপ-পরিদর্শক মো. আবুল বাসার সন্ত্রাসীদের হুমকী-ধমকীর ভয়ে নিজ এলাকা বা বাড়িতে যেত পারছেন না। ভুক্তভোগী আবুল কাসেম সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করে দ্রæত বিচার কামনা করেছেন।