স্টাফ রিপোর্টার : আনন্দ ঘন পরিবেশে পাকুন্দিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ আগস্ট ) বিকালে নিজস্ব কার্যালয় পাকুন্দিয়া প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
আছাদুজ্জামান খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম তানভীর হায়দার ভ‚ঁইয়ার সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ রশীদ ভ‚ঁইয়া।
সাধারণ সভায় বিগত দিনের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান (যুগান্তর), এস এ এম মিনহাজ উদ্দিন (দিনকাল), শামসুল আলম শাহীন মফস্বল সম্পাদক, দৈনিক শতাব্দীর কণ্ঠ, কিশোরগঞ্জ), তরীকুল হাসান শাহীন (ইত্তেফাক)), রাজন সরকার (সংবাদ), ক ম মুহিবুল্লাহ বচ্চন (নয়া দিগন্ত), দিলিপ রবিদাস (দৈনিক খবর), সাখাওয়াত হোসেন হৃদয় (আজকের পত্রিকা), ওমর ফারুক আকন্দ (শতাব্দীর কণ্ঠ) ও মিজানুর রহমান (মুক্ত খবর), আঃ আউয়াল মোহাম্মদী (দৈনিক শক্তি), প্রতিষ্ঠাকালিন সহঃ সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন কিশোর ও আরিফুল হক আরজু ( শতাব্দীর কন্ঠ), নবাগত সদস্য এস কে রাসেল (চ্যানেল আই), এনামুল হক হৃদয় ( ঢাকা পোস্ট)সহ আরও অনেকেই।
এসময় বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলন ও সংস্কারের কথা ভেবে সকলের সাথে মিলেমিশে ঐক্য-অটুট রেখে সামনের দিনগুলো যাতে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে নিরপেক্ষতার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায় সেই আহবান রাখেন এবং সারা দেশের ন্যায় পাকুন্দিয়া প্রেসক্লাবের বৈষম্য দুর করা লক্ষ্যে একটি গ্রহণ যোগ্য আহবায়ক কমিটি গঠন করার প্রস্তাব রাখেন।
দ্বিতীয় অধিবেশনে সকলের সম্মতিক্রমে মুজিবুর রহমান জিয়া, সাইদুর রহমান, প্রতিষ্ঠাকালিন সহঃ সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন কিশোর, শামসুল আলম শাহীন ও তরীকুল হাসান শাহীনকে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি করে আহবায়ক কমিটি গঠন করার জন্য দায়িত্ব প্রদান করা হয়। পরে বিগত দিনের কার্যক্রম ও বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন।
এতে আহবায়ক আসাদুজ্জামান আসাদ (কালের কণ্ঠ), সদস্য সচিব মিনহাজ উদ্দিন (দিনকাল), যুগ্ন আহবায়ক মিজানুর রহমান (মুক্ত খবর), ক ম মুহিবুল্লাহ বচ্চন (নয়া দিগন্ত), ও আ.ন.ম. তানভীর হায়দার (আরটিভি), সদস্য সাইদুল ইসলাম (যুগান্তর), শামসুল আলম শাহীন (মফস্বল সম্পাদক, দৈনিক শতাব্দীর কন্ঠ), তরিকুল হাসান শাহীন (ইত্তেফাক),রাজন সরকার (সংবাদ), সাখাওয়াত হোসেন হৃদয় (আজকের পত্রিকা),আঃ আউয়াল মোহাম্মদী ও আরিফুল হক আরজু।
এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে যে সব সাংবাদিক প্রেসক্লাবের বাহিরে আছে তাদের কে সদস্য করে একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরী করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করার জন্য দায়িত্ব প্রদান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করতে ব্যর্থ হলে পুনরায় আহবায়ক কমিটি গঠন করা হবে।
নবাগত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ রশীদ ভ‚ঁইয়া বক্তব্য রাখেন। আর কোন আলোচনা না থাকায় সভাপতি আসাদুজ্জামান আসাদ সভার সমাপ্তি ঘোষণা করেন।