স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারকে ২ লাখ টাকা অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী ভৈরবে শহিদ জোবায়েদ মিয়ার পরিবারের হাতে দুই লাখ টাকা অনুদান তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ রমজান আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন, জামায়াত নেতা কামরুল ইসলাম, মাওলানা আবদুল মতিন, ওবাইদুল্লা মুসা, ডা: হাবিবুর রহমান, আবদুল কাদের, আবদুল হাকিম, শাহজাহান সরকার, মোঃ স্বপন মিয়া প্রমুখ।
অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা আমির মাওলানা কবির হোসেন। জেলার ভৈরব উপজেলার বাসিন্দা মোঃ জুবায়েদ মিয়া পুলিশের গুলিতে ঢাকা যাত্রা বাড়িতে নিহত হন। তিনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।