প্রতিনিধি পাকুন্দিয়া : পাকুন্দিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক আলমগীর হুসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ শরিফুল ইসলাম, কার্যকরী সদস্য মাওলানা মাহমুদুর রহমান, পাকুন্দিয়া শাখার সভাপতি আরিফ হোসেন ভূঞা ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু (পিপিএম-সেবা) বলেন, সংকটময় সময়ে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা পেয়েছি। সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের সদস্যরা বদ্ধপরিকর।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হুসাইন তালুকদার বলেন, থানা কমপ্লেক্স আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে পুলিশ। উপজেলা শাখার সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে আহবান করা হয়েছে।
এর আগে জেলার নেতৃবৃন্দকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বরণ করেন উপজেলা ইসলামী আন্দোলনের নেতারা।