এফএনএস : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রূই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় গতকাল সকালে উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর ও কালিকচ্ছ ইউনিয়নের সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাশে ধর্মতীর্থ এলাকার আকাশী হাওরে মোট ৩১২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
সূত্র জানায়, উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে পোনামাছ আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া। উপস্থিত ছিলেন- প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোছাম্মৎ নইফা বেগম, মৎস্য অফিসার মকসুদ হোসেন, সমাজসেবা অফিসার মো. পারভেজ আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার মো. মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির, সমবায় অফিসার মওদুদ আহমেদ ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন মো: জসিম উদ্দিন।