স্টাফ রিপোর্টার : চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে পাকুন্দিয়া সাবরেজিষ্ট্রি অফিসের নকল নবিশদের কর্মবিরতি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপি পাকুন্দিয়া উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।
এ সময় উপজেলা নকল নবিশ কমিটির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হামিদা আক্তার, সদস্য রুনা আক্তার, দোলনা, পলি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
নকলনবিশরা বলেন, সারা দেশে বৈষম্যের বিরুদ্ধে আজ লড়াই শুরু হয়েছে। আমরা নকল নবিশরাও সবাই এক দফা দাবিতে রাস্তায় নেমে এসেছি।
সরকারের রাজস্ব আদায়ে আমরা নকল নবিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকরি জাতীয়করণ করার দাবি জানাই। আমাদের দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে জানান তারা।