প্রতিনিধি কটিয়াদী : কটিয়াদীতে মালমচান মহিউদ্দিন আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে কক্ষের তালা ভেঙ্গে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, মাউথ স্পিকার, স্লাই, প্লাস, টেস্টার, মাতুল ও সাবান চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে। এ ব্যাপারে থানায় অভিযোগ না নেয়ার অভিযোগ উঠেছে।
মালমচান মহিউদ্দিন আহমেদ সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া জানান, গত সোমবার দিবাগত রাত ৮টা থেকে ভোর ৬টার মধ্যে কে বা কারা বিদ্যালয়ের বারান্দার গ্রীলের তালা ও অফিস কক্ষের তালা কেটে আলমারী ভেঙ্গে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, মাইথ স্পিকার, স্লাই, প্লাস, টেস্টার, মাতুল ও সাবান নিয়ে যায়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানায় অভিযোগ দায়ের করতে চাইলে থানায় অভিযোগ নিতে তালবাহানা করছে। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, মালমচান মহিউদ্দিন আহমেদ সরকারী প্রথামিক বিদ্যালয়ে ল্যাপটপ, মাল্টি মিডিয়া প্রজেক্টর চুরির ঘটনায় বিদ্যালয়ে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়েছি। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।