স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ নেতা ও দানাপাটুলী ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ১১নং দানাপাটুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী শত শত ছাত্ররা মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে।
জানা যায়, গত ৪ আগস্ট দানাপাটুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাত্র আন্দোলনকারীদের উপর তার দলবলসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে প্রায় ১৫ জনকে আহত করে। গুরুতর আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ এর চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবীতে মানববন্ধন ও ও অবস্থান কর্মসূচি পালন করে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আগে তারা কিশোরগঞ্জ নিকলী মহাসড়কে এক বিক্ষোভ মিছিল করে। কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্ররা বক্তব্য রাখেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কারী ও সমাবেশে অংশগ্রহন করে ইউপি চেয়ারম্যানের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করে দানাপাটুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কর্মসূচিতে যোগ দেয়। সাবেক সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আরিফুল হক এর তত্ত¡াবধানে সভায় বক্তব্য রাখেন দানাপাটুলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ রাসেল মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দানাপাটুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার এলাচ,
দানাপাটুলী ইউনিয়ন বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ছাইদুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মিলন, বিএনপি’র ত্যাগী নেতা দানাপুলী ইউনিয়ন বিএনপি’র সম্ভাব্য সভাপতি আতিকুর রহমান, পৌর বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান কাজল, ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক নজরুল ইসলাম এবং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবদুল কাদির ও রফিকুল ইসলামসহ প্রমুখ।