এই দিনের ছড়া
দাবির মেলা
সুবীর বসাক
আয় ছেলেরা আয় মেয়েরা
দাবির মেলায় যাই
স্কুল-কলেজে যাবো না আর
পড়ার ইচ্ছা নাই।
শাহবাগের মোড়ে বসছে
প্রতিদিনই মেলা
পস্তাবে যে পরে কিন্তু
করলে অবহেলা।
মিটিং করে মিছিল করে
করলে দাবি পেশ
চটজলদি হবে পূরণ
ভাবতে লাগে বেশ।
মেধার যাচাই কী প্রয়োজন
সবাই তুলে দাবি
দেশ যাচ্ছে কোনদিকেতে
বসে এটাই ভাবি।