প্রতিনিধি করিমগঞ্জ : করিমগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা গতকাল দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আলীর সভাপতিত্বে এসময় করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আহসানুল জাহিদ, গুণধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূইয়া রাসেল, গুজাদিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদ, জয়কা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, দেহুন্দা ইউপি চেয়ারম্যান আবু হানিফ, সুতারপাড়া ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া, কিরাটন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, কাদিরজঙ্গল ইউপি চেয়ারম্যান আরিফ উদ্দিন আহম্মেদ কনকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।