প্রতিনিধি তাড়াইল : ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে পতাকা র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল থানা শাখার আয়োজনে তাড়াইল বাজার ট্রলারঘাট সংলগ্ন কার্যালয় থেকে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি বের হয়ে তাড়াইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে মিলিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল থানা শাখার সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও শাখার সাধারণ সম্পাদক হাফেজ আজমান হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন তাড়াইল থানা শাখার সহ-সভাপতি কাওসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক, সাইদুর রহমান, দাওয়াহ সম্পাদক, নাঈম আহমেদ, তথ্য ও গবেষণা প্রচার সম্পাদক, বায়জিদ আহমেদ সহ থানার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।