প্রতিনিধি তাড়াইল : প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বন্যাদুর্গতদের সাহায্যের জন্য ৩৪ হাজার ৫৪ টাকার অনুদান পাঠিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার এর সার্বিক সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে শিক্ষক-কর্মচারীদের একদিনের সমপরিমাণ বেতন ১৮ হাজার ৯৭০ টাকা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৫ হাজার ৮৪ টাকা সোনালী ব্যাংক করপোরেট শাখার মাধ্যমে পাঠানো হয়েছে।
তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের সর্ব স্তরের জনসাধারণকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
উল্লেখ্য, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেওয়ার আহবান জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব অপ‚র্ব জাহাঙ্গীর সাংবাদিকদের বলেছেন, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতী আগ্রহকে স্বাগত জানায়। তিনি জানান, আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান প্রদান করতে পারবেন। হিসাবের নাম ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ ব্যাংক: সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩।