প্রতিনিধি কুলিয়ারচর : কুলিয়ারচর উপজেলা সদরে অবস্থিত উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার দুপুরে উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুল প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সলিল কান্তি রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন ঢাকা ডেলটা হেলথ কেয়ার হাসপাতালের চর্ম ও যৌন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুর সাদির।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. রাকীন মাশরুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজা-ই-রাব্বী, উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও গেøারিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নাদিমউল্লাহ্।
আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মো. এমরান, কুলিয়ারচর পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা, কুলিয়ারচর পৌর যুবদলের সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু ও সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম মুছা এবং যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
সার্বিক তত্ত¡াবধানে অত্র বিদ্যালয়ের পরিচালক সৈয়দ সাইফুর রহমান কালন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক একা রাণী শীল। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে সনদপত্র, অভিধান, মেডেল ও ক্রেস্ট বিতরণ করেন।