পপি ষিপৎ প্রকল্পের আওতায় স্কুল বেইজ ডায়লগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১নং গোপদিঘী ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার জিন্নাতুননেছা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক মনোরম পরিবেশে ছাত্র-ছাত্রীদের স্কুল বেইজ ডায়লগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান রতনের সভাপতিত্বে এবং পপি ষিপৎ প্রকল্পের ফিল্ড অফিসার মইন উদ্দিন আহমদের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রতি গ্রুপে ১০জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি হ্রাস, স্বাস্থ্য পুষ্টি উন্নয়ন ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সচেতনতা ম‚লক কার্যক্রমের উপর এ ডায়লগ অনুষ্ঠানে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এ স্কুল বেইজ ডায়লগ অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট নাসির উদ্দিন হারুন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষক সেকান্দর আলী ও সহকারী শিক্ষক নাজমুস সাকিব প্রমুখ। উপস্থিত ছিলেন পপি ষিপৎ প্রকল্পের এফ এফ সেলিম আহমদ এবং অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্কুল কমিটির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওর অধ্যুষিত মোট ৭টি উপজেলায় এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে কিভাবে মানুষ রক্ষা পেতে পারে, সে বিষয়ে ধারণা অর্জন এবং প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকরী ভ‚মিকা পালন করতে সক্ষম হবে। হাই স্কুল বেইস ডায়লগ এর ম‚ল লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।