আব্দুল আউয়াল মুন্না, স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ : বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন করিমগঞ্জ উপজেলা কমিটির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী ও বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তীকালীন সরকারের সফলতা কামনা করে গত বৃহস্পতিবার করিমগঞ্জ ছোবহানীয়া কামিল মাদরাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষা খাতে বৈষম্য দূরীকরণ করে মাদ্রাসা জাতীয়করণের দাবি জানানো হয়।
ঝাউতলা আনোয়ারীয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ আঃ ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ ছোবহানীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বাইশকাহনিয়া ভাঙ্গীরচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আনোয়ারুজ্জামান।
মতবিনিময় সভায় কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আমিনুল্লাহ, খাকশ্রী নূরুল উলুস ডি.এস আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মুনয়েম খন্দকার, নিয়ামতপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুদ আলম, হাত্রাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জাহেদ উদ্দিন, বারঘরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হেলাল উদ্দিন, উরদিঘি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মাহতাব উদ্দিন, শাগুলী শহীদি গুরুস্থান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জালাল উদ্দিন, সাইটুটা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবু তাহের, করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল হক, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ জিয়াউর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ারুজ্জামান জানান, সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী ও বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে এবং বর্তমান সরকারের সফলতা কামনা করে দোয়া করা হয়। তিনি বলেন, সারা দেশে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও একটি করে স্কুল জাতীয়করণ করা হয়েছে। কিন্তু কোনো মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। এটি একটি বৈষম্য। এ বৈষম্য দূরীকরণে মাদ্রাসা জাতীয় করণসহ ১৩ দফা দাবি আদায়ে সরকারের সাথে গঠনমূলক আলোচনা কি ভাবে করা যায় তার কৌশল নির্ধারণে আলোচনা করা হয়। এ ব্যাপারে উপস্থিত সকলের মতামত নেয়া হয়। সভায় মাদ্রাসা জাতীয়করণ করে বৈষম্য দূরীকরণে সরকারের প্রতি দাবি জানানো হয়।