এই দিনের ছড়া
হাতবদল
সুবীর বসাক
সব কিছু ঠিক আছে
বদলেছে হাত
চাঁদাবাজি-মাস্তানি
চলে দিনরাত।
দখলের সংস্কৃতি
হয় ফের চালু
পেছনেতে চেনা মুখ
মামু আর খালু।
কব্জায় নিয়ে নেয়
অফিস ও থানা
আগে যাহা ঘটেছিল
ঘটে ষোলআনা।
স্বপ্নটা ভেঙে বুঝি
হয় চুরমার
জনগণ চায়নি তো
এই সংস্কার।