স্টাফ রিপোর্টার, হোসেনপুর থেকে : কিশোরগঞ্জের হোসেনপুরে অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন খানের পদত্যাগের দাবিতে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা উপজেলার হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন খানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, অপকর্ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ এনে টানা ১৫ দিন ধরে তার অপসারণ দাবি করে আসছিল।
গতকাল রবিবার সকালে একই দাবিতে পৌর এলাকার ফায়ার সার্ভিসের সামনে ঘন্টাব্যাপী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। এ বিষয়ে অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।