প্রতিনিধি, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ’র নেতৃত্বে গাঁজাসহ ৩টি মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদককারবারি সাদ্দাম মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার খাটুরা গ্রামের ফারুক মিয়ার পুত্র বলে জানা গেছে। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করেছে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (এএসপি) মো. শহিদুল্লাহ’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রবিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটাল টোলপ্লাজার সামনে র্যাব একটি চেকপোষ্ট বসায়। এ সময় গাঁজা বহনকারী প্রাইভেটকারটি থামালে মাদক কারবারি সাদ্দাম প্রাইভেটকার থেকে নেমে দৌড়ে পালানোর সময় র্যাব সদস্যরা তাকে আটক করে।
পরে তার স্বীকারোক্তিতে প্রাইভেটকারের ভিতরে পিছন থেকে ১৫ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্বার এবং মাদক বিক্রির নগদ ৫শ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মাদককারবারি র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে দেশের বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা রয়েছে।