প্রতিনিধি তাড়াইল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪টায় তাড়াইল খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তাড়াইল উপজেলা বিএনপি’র আহবায়ক সাইদুজ্জামান মোস্তফা’র সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভুইয়া রাকিবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী দল (বিএনপি’র) তাড়াইল উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম দানু, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিকুর রহমান অপু প্রমুখ।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করেন নেতাকর্মীরা।