প্রতিনিধি, করিমগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার বিকাল ৪টায় করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মরিচখালী হাজী সনজিল মার্কেটে অবস্থিত গুণধর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এ আলোচনা সভা হয়।
গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং গুণধর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব পারভেজ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- গুণধর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হেদায়েত উল্লাহ, গুণধর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মুখছেদুল মুমিন সবুজ, রফিকুল ইসলাম, বিএনপি নেতা হৃদয় উজ্জামান বাবলু, গুণধর ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলী আকবর, গুণধর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাব্বির আহমেদ, গুণধর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক তাজ মাহমুদ, যুবদল নেতা আ:সাত্তার, ফেরদৌস মিয়া, ছাত্রদল নেতা জিয়ন কামাল, নিয়ামত উল্লাহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী আহম্মেদ আলী, আলতাব ব্যাপারী, শিব্বির আহমেদ, যুবদল নেতা রায়হান সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। এদিকে করিমগঞ্জ উপজেলায় বিএনপি’র উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে।