প্রতিনিধি, ভৈরব : ভৈরবে একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসকের পরিবর্তে আয়া দিয়ে নবজাতক খালাস করায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পৌর শহরের কমলপুর নিউটাউনে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। নবজাতকের মৃত্যুর খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র, পুলিশ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বুলবুল আহমেদ হাসপাতাল পরিদর্শন করেছেন।
নবজাতকের মা সুবর্ণা বেগম জানান, গতকাল রবিবার তার প্রসব বেদনা দেখা দিলে দুপুরে তাকে মেডিল্যাব হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরে তাকে কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা না করেই গাইনি চিকিৎসক ছাড়া আয়া দিয়ে নরমাল ডেলিভারি করাতে গিয়ে ভুল চিকিৎসায় রাত ৯টার দিকে তার নবজাতকের মৃত্যু হয়।
ডেলিভারি করানোর আগে প্রস‚তি মা কে সিজারিয়ান না করে এবং অপারেশন থিয়েটারে না নিয়ে নরমাল ডেলিভারি করার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে নবজাতকের বাবা ইয়ামিন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসা করে আমার নবজাতককে মেরে ফেলার পর হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন আমকে দ্রæত চলে যেতে হুমকি-ধামকি প্রদান করে। এতে আমি আতঙ্কিত হয়ে আমার আত্মীয়-স্বজনকে জানালে তারা হাসপাতালে ছুটে আসে। এর কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্ররা হাসপাতালে এসে হাসপাতালের সত্ত¡াধিকারী ডা: কে এন এম জাহাঙ্গীর’কে জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে হাসপাতালের সত্ত¡াধিকারী ডা. কে এন এম জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন একজন এইড নার্স ডেলিভারি করার চেষ্টা করেছে। আমি তখন অপারেশন থিয়েটারে ছিলাম। তবে এইড নার্স দিয়ে ডেলিভারি করা হলো কেন এমন প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, প্রস‚তি মা কে অপারেশন থিয়েটারে না নিয়ে কেবিনে রেখে এইড নার্স দিয়ে নবজাতক কে ভুলভাবে (ডেলিভারী) বা খালাস করায় মৃত্যু হয়েছে। তাছাড়া আরো নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসপাতালটিকে সিলগালা করা হবে।