প্রতিনিধি, কটিয়াদী : কটিয়াদীতে শিক্ষার মানোন্নয়নে উপজেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে গত রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফেকামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল কাশেম বিপ্লব,
কটিয়াদী ডা. আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, গাউছিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম, কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ফকির, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, শিমুহা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আশরাফুল ইসলাম।
মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ও ডিজিটাল হাজিরা মেশিন চালু করা, অভিভাবক সমাবেশ করা, স্কুল ক্যাবিনেট চালু, শিক্ষকদের নিয়ে ইন হাউজ মিটিং করা, শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে, স্কাউটিং চালু করা, বাল্যবিবাহ বন্ধ ও ইভটিজিং প্রতিরোধে সহায়তাকরা, ক্রীড়া কমিটিকরা, বিজ্ঞান ক্লাব করা, ছাত্র-ছাত্রী ও শিক্ষকের মাঝে সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা।