স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সদর উপজেলার ১১নং দানাপাটুলী ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সদর মডেল থানায় গত ৩০ আগস্ট মামলাটি দায়ের করেন শহরের বত্রিশ এলাকার মৃত আশরাফ আলীর পুত্র মোঃ মতিউর রহমান। (কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং ২২/৩৬৩ তারখি ৩০/০৮-২০২৪ ইং)
মামলায় চিহিৃত ৮৮ জনসহ আরো ২০০/৩০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। উক্ত মামলায় চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ ১৫ নম্মরের আসামি।
এছাড়াও মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ডজন খানেক সাবেক মন্ত্রী ও এমপিদের নাম রয়েছে। মামলার এজাহারে বলা হয় মামলার প্রধান আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-সস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ভোতা এবং দারালো অস্ত্র দ্বারা আঘাত এমনকি আগ্নেয়াস্ত্র দিয়ে ফায়ার করে সাধারণ, গুরুতর জখম ও হত্যাসহ অগ্নিসংযোগ হুকুম দানের অপরাধ উল্লেখ করা হয় ।
এছাড়াও আওয়ামী লীগ নেতা ও দানাপাটুলী ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। গত ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ১১নং দানাপাটুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী শত শত ছাত্ররা মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করে।
৪ আগস্ট দানাপাটুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাত্র আন্দোলনকারীদের উপর তার দল বলসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে প্রায় ১৫ জনকে আহত করে। গুরুতর আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ এর চেয়ারম্যান পদ থেকে অপসারনের দাবিতে মানববন্ধন ও ও অবস্থান কর্মসূচি পালন করে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আগে তারা কিশোরগঞ্জ নিকলী মহাসড়কে এক বিক্ষোভ মিছিল করে। কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্ররা বক্তব্য রাখেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে দানাপাটুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে। দানাপাটুলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ রাসেল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ইউপি চেয়ারম্যানের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।
এদিকে এমন ঘটনায় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল দানাপাটুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকরাম কে আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালনে মৌখিক ভাবে নির্দেশ প্রদান করেন।