এই দিনের ছড়া
মানুষ মানুষের জন্য
সুবীর বসাক
ঝড়-ঝঞ্ঝা বন্যা-খরা
আসুক নিয়মিত
মোকাবেলায় তৈরি আছি
হই না মোরা ভীত।
এইবার যে বন্যা এলো
ঘটলো বিপর্যয়
বানভাসিদের যাইনি ছেড়ে
সবাই পাশে রয়।
সারা দেশের মানুষ এসে
দাঁড়ায় ওদের পাশে
ক্ষুধার্ত তো থাকেনি কেউ
এত্ত যে ত্রাণ আসে।
বিপদ ঘাড়ে চাপলে কারো
ঝাঁপিয়ে সবাই পড়ে
আবার প্রমাণ হলো মানুষ
মানুষেরই তরে।