প্রতিনিধি, করিমগঞ্জ : করিমগঞ্জের গুণধর ইউনিয়নের সুলতাননগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে প‚র্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সুলতাননগর ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে সুলতাননগর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, গুণধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভ‚ঁইয়া রাসেল, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উরদিঘী দাখিল মাদরাসার সুপার মাহতাব উদ্দিন,জ ঙ্গলবাড়ি মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সুলতাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ধনু, সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, সহকারী শিক্ষক কুবেদুর রহমান মীর, খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রাজধানীর ঢাকার মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।