প্রতিনিধি, পাকুন্দিয়া : পাকুন্দিয়া উপজেলার প্রবীন সাংবাদিক ও আলোকিত বাংলাদেশ’র সিনিয়র সহকারী সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান (৭২) আর নেই। গত সোমবার দুপুর ২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও চার ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান। সকলের কাছে দোয়া ও রুহের মাগফিরাত কামনা করেন।
তিন দশকেরও বেশি সময়ের দৈনিক বাংলাবাজার, ইনকিলাব, ইত্তেফাক, আলোকিত বাংলাদেশ পত্রিকা সাংবাদিকতায় সাহিত্যক বিষয়ক লেখালেখির জন্য সব মহলে পরিচিত হয়ে ওঠেন সিদ্দিকুর রহমান। ডা. মো. সিদ্দিকুর রহমান জন্ম ১৯৫৩ সালের কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা শিমুলিয়া গ্রামে। শিমুলিয়া মরহুম পীর মেজর অবঃ মতিউর রহমান ছোট ভাই ছিলেন তিনি।
কিশোরগঞ্জে স্থানীয় পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেছিলেন সিদ্দিকুর রহমান। নব্বই দশকের শুরুর দিকে দৈনিক বাংলা বাজার পত্রিকায় কাজের মধ্য দিয়ে ঢাকায় সাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ আলোকিত বাংলাদেশ যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত সোমবার দিবাগত রাত ১০টা নিজ গ্রাম শিমুলিয়া ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাব কমিটির পক্ষ থেকে সভাপতি এম সাঈদুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।