প্রতিনিধি, করিমগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে দু’জনকে দই এর সঙ্গে কৌশলে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয়। এতে দু’জন অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাদের কাছে থাকা ৫৮ হাজার টাকাসহ ২টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। গত শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে ফেরঘাট সংলগ্ন বালুর মাঠে মিঠামইন উপজেলার খেওয়ারজুড় গ্রামের সামসু মিয়া(৫০) ও তার ছেলের সঙ্গে এ ঘটনা ঘটে। ওই দুইজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও ওই মামলার অভিযোগ স‚ত্রে জানা যায় আপ্যায়ন হিসেবে দই সঙ্গে চেতনা নাশক মিশিয়ে দিয়েছে। সেই দই খেয়ে অচেতন হয়ে পড়েন দুইজন। এরপর দুবৃত্তরা সামছু মিয়া ও তার ছেলের কাছে থাকা টাকাসহ-মোবাইল লুটে নিয়ে গেছে। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে।