প্রতিনিধি, তাড়াইল : মাদকাসক্তি এক ভয়াবহ মরণব্যাধি। আমাদের দেশের প্রেক্ষাপটে যে সকল সমস্যা বিদ্যমান তার একটি অন্যতম সমস্যা হচ্ছে মাদকের ভয়াল থাবা। দিন দিন মাদকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে। নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভজনক ব্যবসা। বর্তমানে দেশের এমন কোনো জায়গা নেই যেখানে মাদকের কেনাবেচা হয় না। শহর থেকে শুরু করে গ্রামেও এটি সহজলভ্য। কথাগুলো বলছিলেন তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক।
জানা যায়, গতকাল বিকেল ৪টায় শাহ সেকান্দর আউলিয়া মাদরাসা মাঠে উপজেলার ধলা ইউনিয়নকে মাদক, জুয়া মুক্ত সমাজ গড়ার জন্য এলাকাবাসীর সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্তমান চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক। আরও উপস্থিত ছিলেন- ১নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁন মিয়া, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সালতু মিয়া ও সেকান্দরনগর গ্রামের ৩ টি ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
প্রধান অতিথি চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক আরও বলেন, আমাদের দেশে প্রচলিত মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা, গাজা, ফেনসিডিল, মদ, আফিম, হেরোইন সহ বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ, এমনকি জুতার আঠাও রয়েছে। এসব ভয়ানক নেশা জাতীয় দ্রব্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। নেশামুক্ত সমাজ গড়ার জন্য এলাকাবাসীর সম্বলিত প্রচেষ্টা জরুরি। তাই ধলা ইউনিয়নবাসী আজ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। সমাজ গড়ার জন্য গ্রামের মানুষ আজ সবাই ঐক্যবদ্ধ হয়েছেন।