স্টাফ রিপোর্টার : গতকাল মঙ্গলবার শেষ কর্মদিবসে কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নাসরিন বেগমকে অশ্রুসিক্ত ভালবাসায় শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা বিদায় জানায়। নাসরিন বেগম তিন দশক কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করেন।
শিক্ষকতার দশম বছরে তিনি সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৮ ও ২০১৯ সনে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। মাধ্যমিক পর্যায় থেকে আলিম এবং ফাজিল শ্রেণি পর্যন্ত শিক্ষক হিসেবে দক্ষতার সাথে পাঠদান করে আসছিলেন। ফলে মাদ্রাসার সকল শিক্ষার্থীদের সাথে তাঁর ছিল নিবিড় সম্পর্ক।
তাই তার শেষ কর্ম দিবসটিকে স্মৃতিময় করে রাখার জন্যে মাদ্রাসার সকল শ্রেণির শিক্ষার্থীরা বিদায় অনুষ্ঠানের আয়োজন করে আনুষ্ঠানিকভাবে তারা তাকে বিদায় সংবর্ধনা জানায়। আড়ম্বরপূর্ণ এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আমিনুল্লাহ।
সহকারী অধ্যাপক নাসরিন বেগমের প্রাক্তন প্রিয় ছাত্র অত্র মাদ্রাসার শিক্ষক হাফিজ উদ্দিন মিলন, শিক্ষিকা মাকসুদা বেগম ও সাজিম খানমের নির্দেশনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষিকাকে অশ্রæসিক্ত ফুলেল শুভেচ্ছায় বিদায় জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তারা বিদায়ী শিক্ষককে প্রথমে ফুল দিয়ে বরণ করে। তারপর তারা তাঁর দীর্ঘ শিক্ষক জীবনের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়ে।
পরে শিক্ষকবৃন্দের পক্ষে স্মৃতিচারণে অংশগ্রহণ করেন সহকারী অধ্যাপক মওলানা মতিউর রহমান, সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক জুয়াইরা আক্তার, শিক্ষক মো. আসাদুজ্জামান রঞ্জন, শিক্ষক তাজুল ইসলাম, শিক্ষিকা মাকসুদা বেগম, শিক্ষিকা সাজিম খানম ও শিক্ষিকা ইসরাত জাহান। বিদায় অনুষ্ঠানে বক্তারা তাদের সহকর্মী সহকারী অধ্যাপক নাসরিন বেগমের দীর্ঘ অধ্যাপনা জীবনের ভ‚য়সী প্রশংসা করেন। সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আমিনুল্লাহ বলেন, সহকারী অধ্যাপক নাসরিন বেগম বিনয়ী শিক্ষক হিসেবে সকলের কাছেই প্রিয় ছিলেন। তার সততা ছিল প্রশ্নাতীত।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালে তিনি দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেন। তার এই সততা, নিষ্ঠা ও বিনয়ী স্বভাবের কথা অত্র মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এ সময় শিক্ষক আবু ইসহাক, আবু বকর, মো. শরীফ উদ্দিন, আবুল বাদশা, মমতাজ উদ্দিন, আবু সাঈদ, তাইতুল ইসলাম, মো. খোকন মিয়া, অফিস সহকারী শরিফ উদ্দিন, মো. মুজাহিদ, মো. সোহেল, অফিস স্টাফ রুমা আক্তার ও নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তার ভবিষ্যৎ জীবন আরো সুখময় হওয়ার জন্যে দোয়া করা হয়। শেষে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষিকাকে পুষ্প বৃষ্টি করতে করতে মাদ্রাসার প্রধান গেট দিয়ে বিদায় জানায়। এ সময় আবেগ আপ্লুত হয়ে শিক্ষার্থী, কর্মচারী ও সহকর্মীদের কান্নাকাটি করতে দেখা যায়। উল্লেখ্য, পহেলা নভেম্বর ১৯৯৪ সনে কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বাংলা বিভাগের প্রভাষক হিসেবে নাসরিন বেগম শিক্ষকতা পেশায় যোগদান করেন।