প্রতিনিধি, করিমগঞ্জ : গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রামে নরমাল ডেলিভারি করানোর সময় নবজাতকের মায়ের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোকসানা আক্তার (২৫) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রামের আল আমিনের স্ত্রী।
পরিবার স‚ত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রস‚তি নরমাল ডেলিভারির মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রস‚তির অবস্থার অবনতি হতে থাকে। এ অবস্থায় মরিচখালী বাজারের ফার্মেসী ব্যবসায়ী আব্দুল মতিন বাচ্চু রেফার করে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। হাসপাতলে কর্তব্যরত চিকিৎসক রোকসানা আক্তারকে মৃত বলে ঘোষণা করেন।
রোকসানার ভাই আনোয়ার জানান, প্রস‚তি রোকসানার নরমাল ডেলিভারির সময় স্যালাইন ও ইনজেকশন শরীরে পুশ করেছেন মরিচখালী বাজারে ডা. মতিন বাচ্চু এবং রহিমা আক্তার ডেলিভারি করেছেন। গতকাল বুধবার সকাল ৬টায় নবজাতকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের বাবা ইসহাক মিয়া অভিযোগ করেন, চিকিৎসার অবহেলার কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে।