কিশোরগঞ্জ প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে দায়ের করা মানহানী মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ২০১৪ সালের ২১শে ডিসেম্বর জেলা ছাত্রলীগ নেতা লিমন ঢালী মামলাটি করেন। মামলা খারিজে ভূমিকা রাখেন জেলা আইনজীবী সমিতির বিএনপি পন্থী দুই আইনজীবি এডভোকেট এ.এ.এম হিলালী ও শওকত কবীর খোকন।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রলীগ নেতা শফিকুল গণি ঢালী লিমন আমল গ্রহনকারী ১নং আদালতে ২১-১২-২০১৪ সনে তারেক রহমানের বিরুদ্ধে একটি মানহানী মামলা দায়ের করে যার সি.আর. মামলা নং- ৬৭৬ (১)১৪, তারিখ ২১/১২/২০১৪ ইং আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে ৯টি ধার্য্য তারিখে সমন ইস্যুসহ গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
আসামি তারেক রহমান লন্ডনে অবস্থান করায় বিএনপির উক্ত দুই আইনজীবী আইনী প্রক্রিয়ায় তার বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলাটি আদালতে উপস্থাপন করেন। আইনজীবীদের শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আলাউল আকবর মামলাটি খারিজ করে নথিভূক্ত করেন।
এডভোকেট এ.এ.এম হিলালী ও শওকত কবীর খোকন আইনী লড়াইয়ে মামলা খারিজে মিকা রাখায় তাদের প্রতি ভূকিশোরগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে বিএনপিপন্থী অনেক নামী-দামী আইনজীবী থাকা সত্ত্বেও মাত্র গুটি ক’জন আইনজীবী আসামি তারেক রহমানের পক্ষে মামলাটি পরিচালনা করেন। এমনকি কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক স্পেশাল পিপি বিএনপিপন্থী আইনজীবী এ.কে.এম মঞ্জুরুল ইসলাম জুয়েলের সেরেস্তায় কর্মরত তার ছোট ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম রাসেল বাদী পক্ষে আদালতে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য যে, ২০১৪ সালে বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর কথা বলায় বাদী ছাত্রলীগ নেতা লিমন ঢালী সংক্ষুব্ধ হয়ে মামলাটি করে।