স্টাফ রিপোর্টার ঃ “কৃষক বাচাঁও দেশ বাচাও” এ স্লোগানে গতকাল ১৯ এপ্রিল শুক্রবার সকালে জেলা কৃষক লীগের উদ্যোগে নানান আয়োজনে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে জেলা কৃষক লীগ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল । জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য আক্তারুজামান শিপন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, জিয়া উদ্দিন সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ ও মোঃ আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আকবর খন্দকার, দপ্তর সম্পাদক দীপক দাস, কৃষি ও পুণবার্সন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাহফুজুর রহমান, হোসেনপুর কৃষক লীগের সভাপতি আক্তারুজ্জামান দুলাল, সদর কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন, করিমগঞ্জ কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, শহর কৃষক লীগেরর সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আল মামুন, তাড়াইল কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ভুইঞা, প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা, দারিদ্র জনগণের মাঝে বস্ত্র বিতরণ ও জাতির পিতার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন করিমগঞ্জ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরিফ। অনুষ্ঠানে জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।