স্টাফ রিপোর্টার, হোসেনপুর থেকে : এখন থেকে নতুন স্বাধীন দেশে স্বাধীনভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আওয়ামী লীগ আর ব্যবসা করতে পারবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভ‚ঁইয়া এসব কথা বলেন।
প্রধান শিক্ষক ফরহাদ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও জেলা শিক্ষক সমিতির সভাপতি রাবিয়া আক্তার খাতুন।
জেলা শহরের আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মো. মোকাররম হোসেন শোকরানা, হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মানিক, শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শিক্ষক সমিতির সম্পাদক এ.কে.ফজলুল হক, লতিফপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় শিক্ষক সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম আতিকুর রহমান, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক ভূইয়া প্রমুখ।
সম্মেলন শেষে গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ওমর ফারুক নয়নকে সভাপতি ও হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আফাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট উপজেলা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।