এই দিনের ছড়া
ইতিহাস গড়ে
সুবীর বসাক
গর্জে যে ওঠে তারা
ব্যাট-বল হাতে
গ্যালারিতে দর্শক
উল্লাসে মাতে।
টাইগার টাইগার
ওঠে যেন রব
সারা দেশে সাড়া জাগে
যেন উৎসব।
ভিন দেশ থেকে বয়ে
আনে সম্মান
একসাথে মিলে গাই
বিজয়ের গান।
বীরবেশে ফিরে আসে
যুদ্ধটা লড়ে
পাক বধ করে তারা
ইতিহাস গড়ে।