ভ্রাম্যমাণ প্রতিনিধি : কিশোরগঞ্জে গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে শহীদের স্মরণে ‘শহীদী মার্চ’ কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে স্কুল-কলেজ, মাদ্রারাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশনেন।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেমরব) বিকালে গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি র্যালী বের করে বৈষম্যবিরোধী ছাত্ররা। এ সময় ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ এমন নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়াবাজার চত্বরে এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক অভি চৌধুরী, ইকরাম হোসেনসহ অন্যরা।