এই দিনের ছড়া
শিকড় থেকে শিখরে
সুবীর বসাক
ছিলো সে যে ঘাটের কুলি
দশক দেড়েক আগে
কেমন করে পালটে গেলো
প্রশ্ন মনে জাগে।
বাড়ি-গাড়ির মালিক হয়ে
আছে এখন বেশ
ভল্টে রাখে জমিয়ে টাকা
শতেক কোটি ক্যাশ।
আলাদিনের চেরাগ পেলো
নাকি জাদুর কাঠি
ক্ষমতাসীন দলের সে যে
ছিলো বড় লাঠি।
শিকড় থেকে শিখরে তার
ওঠতে যে নেই বাধা
বুঝতে যদি পারো ভালোই
না বুঝলে হও গাধা।