বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোমান :
সুবীর বসাক এর এই দিনের ছড়া ‘গর্জে ওঠার পালা’ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ১০ চিকিৎসকের বদলে আছেন মাত্র দু’জন কটিয়াদী বাজারে মধ্যরাতে আগুন: অর্ধকোটি টাকার ফার্নিচার পুড়ে ছাই আউয়ালসহ সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদেপাকুন্দিয়ায় বিএনপি’র বিক্ষোভ ইজতেমা ময়দানে হত্যার প্রতিবাদেঅষ্টগ্রামে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ আশুতিয়াপাড়া শিক্ষা নিকেতনেরবার্ষিক সমাবেশ ও পুরষ্কার বিতরণ কিশোরগঞ্জে ট্রাই-ইউনিটি অ্যালায়েন্সের আয়োজনে বৃত্তি পরীক্ষা হোসেন স্পেশালাইজ্ড হসপিটালের ফ্রি ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন সুবীর বসাক এর এই দিনের ছড়া ‘মব ট্রায়াল’

পাকুন্দিয়ায় বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬ Time View

স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া থেকে : বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে পাকুন্দিয়ায় বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দিনব্যাপী উপজেলার লাউতলী বাজার সংলগ্ন আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পেইনে বিনামূল্যে বাত ব্যথা, প্যারালাইসিস, শারীরিক প্রতিবন্ধীদের এ সেবা দেওয়া হয়। এছাড়াও অন্যান্য বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ঝুঁকি নিরসনের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি গরিব, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী রোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সামগ্রীও বিতরণ করা হয়। এ উপলক্ষে ক্যাম্পেইনে অর্ধশত রোগীকে থেরাপি সেবা ও সাধারণ চিকিৎসা প্রদান করা হয়।

আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট শাহনেওয়াজ হোসেন রনি বলেন, আমরা প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত গরিব, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী রোগীদেরকে বিনামূল্যে ফিজিওথেরাপি দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও আমাদের স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে অন্যান্য বিভিন্ন চিকিৎসা সেবাও দেওয়া হয়। এ কার্যক্রম আমাদের সংস্থার পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল টেকনোলজিষ্ট মো. রেজাউল করিম, মেডিকেল এসিসটেন্ট সুব্রত সানাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty