প্রতিনিধি, পাকুন্দিয়া : পাকুন্দিয়া উপজেলার মিরদী ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক আমিরুন্নেছার এনটিআর সিএর সনদ জাল ও ভুয়া বলে চিহ্নিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর।
গত ১৮ জুলাই সহকারী শিক্ষা পরিদর্শক প্রলয় দাসের পাঠানো প্রতিবেদনে বলা হয় “অত্র প্রতিষ্ঠানের আরবী প্রভাষক আমিরুন্নেছার এনটিআরসিএর সনদ জাল ভুয়া, বিধায় তার নিয়োগ বিধিসম্মত নয়। তাই ১/১/১৬খ্রি. হতে ৫/৯/১৮খ্রি. পর্যন্ত গৃহীত ৬,২৩,০০০/-টাকা সরকারি কোষাগারে ফেরতযোগ্য।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আমিরুন্নেছার ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলে তিনি বলেন, এ বিষয়ে কথা বলতে তিনি প্রস্তুত নন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা শহীদুল্লাহ জানান, তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তখন যারা দায়িত্বে ছিলেন তারা বিষয়টি ভাল জানবেন। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে জানান।
প্রতিষ্ঠানের সভাপতি বুরুদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল বলেন, নিয়োগের সময় তিনি দায়িত্বে ছিলেন না।