প্রতিনিধি, করিমগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছে করিমগঞ্জ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। গতকাল রবিবার বিকেলে করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
করিমগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আবু মুসা শান্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়েজিদ হোসেন হৃদয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাহিদ আলম, নুসরাত জাহান, মেহেদী হাসান সানি, ইয়ামিন সিদ্দিকী প্রমুখ।
আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত সকল শহিদদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।