এই দিনের ছড়া
যেই লাউ সেই কদু
সুবীর বসাক
হুঁশিয়ারি দিয়ে করে
জারি ফরমান
চাঁদাবাজ-মাস্তান
দেয় না তো কান।
দেশজুড়ে সদা থাকে
ওরা তৎপর
সরকার বদলেও
নেই ভয়ডর।
বদলাতে পারে রং
ওরা গিরগিটি
পকেটেতে নিয়ে ঘোরে
লীডারের চিঠি।
সবকিছু দেখে ফেলি
হারিয়ে যে খেই
যেই লাউ সেই কদু
বলে লাভ নেই।