মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

তাড়াইল উপজেলা নিষিদ্ধ পলিথিনে সয়লাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২ Time View

প্রতিনিধি, তাড়াইল : তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাপক আকারে ব্যবহার আগের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মুদি দোকান থেকে শুরু করে কাঁচাবাজার সর্বত্রই নিষিদ্ধ পলিথিন ব্যাগের ছড়াছড়ি। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্রমবর্ধমান হুমকির মুখে। তাড়াইল সদর বাজার ঘুরে দেখা যায়, তরকারির বাজারে একশ গ্রাম কাঁচামরিচ ক্রয় করলেও বিক্রেতা ছোট একটি পলিথিন ব্যাগে ভরে তা ক্রেতাকে দিচ্ছে। প্রতিটি মিষ্টির দোকানেই মিষ্টি প্যাকেটজাত করার সময় ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত পলিথিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তাড়াইলের বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর তলদেশে পলি আটকে শুধু নদীর নাব্যতাই নষ্ট হচ্ছে না, বরং মাছ ও জীববৈচিত্র ধ্বংস করে পানিতে স্বাভাবিক অক্সিজেনের পরিমাণ আশঙ্কাজনক হারে হ্রাস করছে। এছাড়াও শাখা নদী ও খাল-বিল-জলাশয়ের তলদেশেও রয়েছে পলিথিন ব্যাগের মোটা স্তর। এতে নষ্ট হচ্ছে পানির প্রাকৃতিক গুণ। কৃষিক্ষেত্রে পলিথিন ব্যাগ স‚র্যের আলো ফসলের গোড়ায় পৌঁছতে বাধা দেয়। ফলে মাটির ক্ষতিকারক ব্যাক্টেরিয়া মরছে না বলে কৃষিজমিতে উৎপাদন কমে আসছে।

তাড়াইল উপজেলার সচেতন মহল মনে করেন, বিপন্ন পরিবেশ রক্ষার জন্য দ্রুত দেশ থেকে পলিথিনের ম‚লোৎপাটন করা উচিত। পলিথিনের স্থলে পাট, কাগজ ও চটের ব্যাগ যা সহজে মাটিতে পচনশীল তা ব্যবহারের ওপর জোর দিতে হবে। এগুলো পচলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। পলিথিন ব্যাগ মাটিতে পচে না বলে তা মাটির উর্বরতা নষ্ট করে। মাটিকে উত্তপ্ত করা ও গাছের ম‚ল মাটির গভীরে প্রবেশের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে পলিথিন। পুকুরের তলদেশে জমে থাকা পলিথিন মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্ন করে।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভ‚মি) তৌফিকুর রহমান বলেন, ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য পলিথিন আরামদায়ক বলে ব্যবহারকারী-বিক্রেতা কেউই পরিবেশের কথা ভাবছে না। এর ফলে চুটিয়ে চলছে এর নিষিদ্ধ ব্যবসা ও ব্যবহার। এ অবস্থা কিছুতেই চলতে দেওয়া যায় না। নিষিদ্ধ পলিথিন যাতে নিষিদ্ধই থাকে এ লক্ষ্যে এখনই পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty