এই দিনের ছড়া
মব ট্রায়াল
সুবীর বসাক
নিজ হাতে আইন তুলে
নেয় আজ কারা
ক্ষমতাটা হাতে পেয়েই
হয় দিশেহারা।
দেশে আইনশৃঙ্খলা
বলে নেই কিছু
দিনরাত সকলের
যম হাঁটে পিছু।
যাকে খুশি তাকে ধরে
করে সাজাদান
কারো নেয় হাত কেটে
নেয় কারো প্রাণ।
এর নাম মব ট্রায়াল
বিচারের নামে
যেটা খুশি করা যায়
এই ধরাধামে।