এই দিনের ছড়া
ডিসি হতে চাই
সুবীর বসাক
চাকরিটা যদি থাকে
কপালেতে ভাই
যেভাবেই হোক আমি
ডিসি হতে চাই।
ডিসি মানে এলাকার
যেন জমিদার
গাড়ি-বাড়ি সব আছে
নেই কী যে তার।
আছে তাই জীবনের
একটাই সাধ
ডিসি মানে হাতে আসা
আকাশের চাঁদ।
এই পদ নিয়ে তাই
হাতাহাতি চলে
সব মিলে একবার
শুধু ডিসি হলে।