এই দিনের ছড়া
বিদ্যুৎ আসে-যায়
সুবীর বসাক
বিদ্যুৎ আসে আর যায়
গরমেতে টিকে থাকা দায়
শরীরটা ভিজে থাকে ঘামে
মাথা থেকে ঘাম বেয়ে নামে।
সারারাত করি হাঁসফাঁস
বিদ্যুৎ রাতে কই যাস
ক’ঘন্টা নেই একটানা
ভরসা যে হাতপাখাখানা।
আরো আছে মশকের জ্বালা
লার্ভাতে ভরা ডোবা-নালা
বংশ যে করে বিস্তার
মশা থেকে নেই নিস্তার।
যারা থাকে অজ পাড়াগাঁয়
কদাচিৎ তার দেখা পায়
থাকে তারা বিদ্যুৎহীন
এইভাবে কাটে রাত-দিন।