প্রতিনিধি, কটিয়াদী : বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে গত শুক্রবার বিকেলে সীরাতুন্নবী (সাঃ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সভাপতি সমাজসেবক তফর উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আরিফুল ইসলাম শরীফের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার শুরা সদস্য ও কটিয়াদী উপজেলা আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পৌরসভার আমির মাওলানা আলী কাউসার রনি, কটিয়াদী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, ইউনিয়ন জামায়াতের আমির বিলাল হোসেন বিএসসি, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোবারক হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কটিয়াদী উপজেলা শাখার সেক্রেটারি জহিরুল ইসলাম জহির, মাওলানা তাজুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি মাহবুবুর রহমান প্রমুখ।