প্রতিনিধি, পাকুন্দিয়া : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সকল পরিচালকের অপসারণ চান পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও নার্সিং শিক্ষার্থীরা। নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা সদর হাসপাতালে কর্তব্যরত সকল নার্স মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। গতকাল শনিবার সকালে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র নার্স সুপারভাইজার আমেনা আক্তার, সিনিয়র নার্স মো. আলাল উদ্দিন, আমেনা, মাহমুদুল হাসান, সাদিয়া আশরাফ, ফারজানাসহ হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তাগণ। তারা কর্তব্যরত নার্সদের সাথে অসৌজন্যম‚লক আচরণ ও অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানান এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সকল পরিচালকের অপসারণ চান। এ দাবিতে পাকুন্দিয়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নার্সদের দাবি প‚রণ না হলে অব্যাহত কর্মস‚চির ঘোষণা দেন আন্দোলনকারীরা।