প্রতিনিধি, তাড়াইল : কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন পদে কর্মরত ৩৩ জন নার্স মানববন্ধন কর্মস‚চি পালন করেছেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণ এবং নার্সিং এর মহাপরিচালক সহ সকল পদে নার্সদের পদায়নের দাবিতে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মস‚চি পালিত হয়।
মানববন্ধনে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স সোহরাব হোসেন ও কাকলী আকতার বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক পদে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাগণকে পদায়ন করতে হবে।
নার্সিং সুপারভাইজার বিলকিস বেগম ও নার্সিং ইনচার্জ আফরিনা বেগম বলেন, নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেট নিয়ে কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদার-সুলভ আচরণ করেন। তারা আরও বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না, তাই অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে অবশ্যই সমগ্র পেশাজীবী নার্সদের কাছে ক্ষমা চাইতে হবে।